ঢাকা      শুক্রবার, ২৪ মে ২০২৪, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

চীন সফর করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

IMG
13 May 2024, 6:19 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ১৩ থেকে ১৬ মে পর্যন্ত চীনে আনুষ্ঠানিক সফর করবেন। তিনি পঞ্চম চীন-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের কৌশলগত সংলাপে যোগ দেবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র বলেন, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই সফরটি চীনে ইসহাক দারের প্রথম সরকারি সফর। চীন এই সফরকে দু’দেশের নেতাদের মধ্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ ঐকমত্যকে বাস্তবায়ন করা, চীন ও পাকিস্তানের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, কৌশলগত যোগাযোগ ও সমন্বয় জোরদার করা, বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা আরও গভীর করার সুযোগ হিসেবে গ্রহণ করতে পাকিস্তানের সঙ্গে কাজ করতে চায়।

তিনি জানান, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের একটি "আপগ্রেড সংস্করণ" তৈরি করবে, চীন-পাকিস্তান সর্বাক্ষণিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক আরও গভীর করে তুলবে এবং নতুন যুগে একটি ঘনিষ্ঠ চীন-পাকিস্তান অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণ জোরদার করবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন