ঢাকা      বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

বিএনপির আরও পাঁচ নেতা বহিষ্কার

IMG
14 May 2024, 9:17 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অংশ নেওয়ায় বিএনপির আরও পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের তালিকা:

ঢাকা বিভাগ

১. মো. সোহেল রানা মল্লিক যুগ্ম আহ্বায়ক, সাটুরিয়া উপজেলা যুবদল, মানিকগঞ্জ জেলা। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।

২. মোসা. মুন্নি আক্তার সাধারণ সম্পাদক, সাটুরিয়া উপজেলা মহিলা দল ও সহসাংগঠনিক সম্পাদক, মানিকগঞ্জ জেলা মহিলা দল। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।

খুলনা বিভাগ

৩. মো. ইকবাল হোসেন সাবেক সাধারণ সম্পাদক, খানজাহান আলী থানা বিএনপি, খুলনা জেলা। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।

রাজশাহী বিভাগ

৪. মোসা. সুমি আক্তার প্রচার সম্পাদক, সাপাহার থানা মহিলা দল, নওগাঁ জেলা। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।

৫. মোসা. সখিনা বেগম মহিলাবিষয়ক সম্পাদিকা, দুপচাঁচিয়া উপজেলা বিএনপি ও তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক, বগুড়া জেলা মহিলা দল। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন