ঢাকা      সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলছে

IMG
21 May 2024, 1:44 PM

মেহেরপুর, বাংলাদেশ গ্লোবাল: দ্বিতীয় ধাপে মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল আটটা থেকে একযোগে মোট ১০৭ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

দিনের শুরুতে ভোটারের উপস্থিতি খুবই কম ছিলো। ভোট গ্রহণের জন্য প্রস্তুত কেন্দ্রগুলোতে নিযুক্ত কর্মকর্তারা। এ

দিকে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে পুলিশ ও আনসার সদস্যরা সতর্ক রয়েছে। কেন্দ্রগুলোর আশপাশে প্রার্থীদের সমর্থকরা অবস্থান নিয়েছে। উপজেলায় এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আজ সকালে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হয়। গতকাল কেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জামাদী পৌঁছানো হয়েছে।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির এক প্রার্থীসহ ৮ প্রার্থী রয়েছেন। তবে এর মধ্যে ৩ প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে গেছেন। ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

৯টি ইউনিয় ও ১টি পৌরসভা নিয়ে গঠিত গাংনী উপজেলা পরিষদ। এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৭৫৪। মোট ১০৭টি ভোট কেন্দ্রে ৬৫৪টি ভোট কক্ষের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

নির্বাচনকে ঘিরে আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। ভোট কক্ষ, ভোট কক্ষের বাইরে আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনছার ও পুলিশের পাশাপাশি স্টাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে বিজিবি এবং র‌্যাব। এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টিম নির্বাচনী আইন শৃংখলা রক্ষায় মাঠে রয়েছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন