ঢাকা      মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম
  • লোকসভা নির্বাচনের ফলাফল LIVE: মোদির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রাহুল
  • লোকসভা নির্বাচন: কাঁথিতে এগিয়ে তৃণমূল, পিছিয়ে সৌমেন্দু অধিকারী আরামবাগে এগিয়ে তৃণমূল প্রার্থী মিতালি বাগ মালদহ দক্ষিণে পিছিয়ে গেলেন কংগ্রেসের ইশা, এগিয়ে বিজেপি ঘাটালে এগিয়ে হিরণ, পিছিয়ে দেব হুগলিতে পিছিয়ে গেলেন লকেট, এগিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় প্রথম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূলের শান্তিরাম মাহাতো বসিরহাটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম জঙ্গিপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান কৃষ্ণনগরে ১৭ হাজার ভোটে এগিয়ে মহুয়া মৈত্র বনগাঁয় এগিয়ে বিজেপির শান্তনু ঠাকুর পুরুলিয়ায় প্রথম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রথম রাউন্ড শেষে মেদিনীপুরে এগিয়ে বিজেপির অগ্নিমিত্রা পাল বর্ধমান পূর্বে এগিয়ে গেল তৃণমূল, পিছিয়ে বিজেপি হুগলিতে প্রথম রাউন্ডের পর এগিয়ে লকেট বহরমপুরে এগিয়ে গেল বিজেপি, পিছিয়ে অধীর দার্জিলিঙে এগিয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তা ঝাড়গ্রামে এগিয়ে গেল তৃণমূল, পিছিয়ে বিজেপি জয়নগরে এগিয়ে তৃণমূলের প্রতিমা মণ্ডল ডায়মন্ড হারবারে ৩২ হাজার ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় এগিয়ে সুজাতা মণ্ডল, পিছিয়ে গেল বিজেপি বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ পিছিয়ে, এগিয়ে তৃণমূল বীরভূমে এগিয়ে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ দার্জিলিঙে এগিয়ে তৃণমূল প্রার্থী গোপাল লামা কৃষ্ণনগরে পিছিয়ে মহুয়া, এগিয়ে আছেন বিজেপির অমৃতা রায় এক বার পিছিয়ে পড়েও ফের এগিয়ে গেলেন মোদী ঘাটালে এগিয়ে তৃণমূল প্রার্থী দেব, পিছিয়ে হিরণ আলিপুরদুয়ারে এগিয়ে তৃণমূলের প্রকাশ চিক বরাইক শ্রীরামপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরে এগিয়ে বিজেপির সৌমিত্র খাঁ, পিছিয়ে তৃণমূলের সুজাতা মণ্ডল বালুরঘাটে পিছিয়ে গেলেন সুকান্ত মজুমদার, এগিয়ে তৃণমূলের বিপ্লব মিত্র বাঁকুড়ায় এগিয়ে তৃণমূলের অরূপ চক্রবর্তী, পিছিয়ে বিজেপির সুভাষ সরকার ব্যারাকপুরে পিছিয়ে অর্জুন সিংহ, এগিয়ে তৃণমূলের পার্থ ভৌমিক পোস্টাল ব্যালটে বারাসতে এগিয়ে তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার কলকাতা দক্ষিণ কেন্দ্রে এগিয়ে তৃণমূলের মালা রায় জঙ্গিপুরে এগিয়ে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ মুর্শিদাবাদে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী আবু তাহের খান, পিছিয়ে সেলিম বহরমপুরে এগিয়ে গেলেন অধীর চৌধুরী অমেঠীতে এগিয়ে কংগ্রেস, পিছিয়ে স্মৃতি ইরানি মালদহ দক্ষিণে আবার এগিয়ে গেলেন কংগ্রেসের ইশা বসিরহাট কেন্দ্রে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র মথুরাপুরে তৃণমূল প্রার্থী বাপি হালদার এগিয়ে বীরভূমে পিছিয়ে শতাব্দী রায়, এগিয়ে বিজেপির দেবতনু বারাণসীতে পিছিয়ে পড়লেন নরেন্দ্র মোদী প্রথম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া রায়গঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী কার্তিক পাল বিষ্ণুপুরে এগিয়ে তৃণমূলের সুজাতা মণ্ডল বোলপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মাল মালদহ উত্তরে এগিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম দ্বিতীয় রাউন্ড গণনার শেষে মালদহ দক্ষিণে এগিয়ে বিজেপি উলুবেড়িয়ায় তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ এগিয়ে হাওড়ায় প্রথম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় তমলুকে পোস্টাল ব্যালটে এগিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাদবপুরে এখনও পর্যন্ত তৃতীয় স্থানে সিপিএমের সৃজন কোচবিহারে এগিয়ে তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এগিয়ে তৃণমূল মালদহ দক্ষিণে পিছিয়ে গেলেন কংগ্রেসের ইশা মালদহ উত্তরে এগিয়ে বিজেপির খগেন মুর্মু মুর্শিদাবাদে এখনও এগিয়ে মহম্মদ সেলিম মালদহ দক্ষিণে এগিয়ে কংগ্রেসের ইশা খান চৌধুরী কৃষ্ণনগরে আবার এগিয়ে গেলেন বিজেপির অমৃতা রায়, পিছিয়ে মহুয়া বহরমপুরে তৃতীয় স্থানে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান বহরমপুরে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী নির্মল, পিছিয়ে অধীর গণনার দিন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখার বাড়িতে হুমকির অভিযোগ রানাঘাটে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার পোস্টাল ব্যালটে কাঁথিতে এগিয়ে সৌমেন্দু অধিকারী বাঁকুড়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী কৃষ্ণনগরে আবার এগিয়ে গেলেন মহুয়া আসানসোলে এগিয়ে বিজেপি প্রার্থী অহলুওয়ালিয়া পুরী কেন্দ্রে এগিয়ে বিজেপির সম্বিত পাত্র ঘাটালে এগিয়ে গেলেন দেব মহারাষ্ট্রের বারামতী কেন্দ্রে এগিয়ে পওয়ার-কন্যা সুপ্রিয়া সুলে বোলপুর লোকসভায় পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূল উত্তরপ্রদেশের কনৌজ কেন্দ্রে এগিয়ে অখিলেশ যাদব বীরভূমে এগিয়ে গেলেন শতাব্দী রায় গুজরাতের গান্ধীনগর কেন্দ্রে এগিয়ে অমিত শাহ কৃষ্ণনগরে পিছিয়ে পড়লেন মহুয়া মৈত্র ডায়মন্ড হারবারে বিজেপি এজেন্টদের মারধর? ধর্নায় প্রার্থী অভিজিৎ মথুরাপুরে বিজেপি প্রার্থী অশোক পুরকায়স্থ এগিয়ে পুরুলিয়ায় এগিয়ে বিজেপির জ্যোতির্ময় মাহাতো ডায়মন্ড হারবারে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জঙ্গিপুরে এগিয়ে গেল কংগ্রেস বারাণসীতে এগিয়ে নরেন্দ্র মোদী রানাঘাটে এগিয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী রায়বরেলী ও ওয়েনাড়, দুই কেন্দ্রেই এগিয়ে রাহুল গান্ধী বীরভূমে পিছিয়ে শতাব্দী, এগিয়ে বিজেপির দেবতনু কসবা বিধানসভা কেন্দ্রে গণনা শুরু হতে বিলম্ব ঝাড়গ্রামে এগিয়ে তৃণমূলের কালীপদ সোরেন আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপির মনোজ টিগ্গা উত্তর কলকাতায় তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে মুর্শিদাবাদে এগিয়ে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম বালুরঘাট কেন্দ্রে এগিয়ে সুকান্ত মজুমদার জয়নগর লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূলের প্রতিমা মণ্ডল জঙ্গিপুর কেন্দ্রে এগিয়ে তৃণমূলের খলিলুর রহমান শুরুতে জয়নগরে এগিয়ে তৃণমূলের প্রতিমা মণ্ডল পোস্টাল ব্যালটে যাদবপুরে এগিয়ে সায়নী ঘোষ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এগিয়ে মহুয়া মৈত্র সকাল থেকে বৃষ্টি বালুরঘাটে, গণনাকেন্দ্রে সুকান্ত দেশের ৪২ কেন্দ্রে চলছে ভোটগণনা গণনার আগের রাতে বিস্ফোরণ, ভাঙড়ে আহত আইএসএফের পাঁচ জন বহরমপুরে গণনার শুরুতে এগিয়ে কংগ্রেস শুরু হল ভোটগণনা, প্রথমে গোনা হচ্ছে পোস্টাল ব্যালট এবং ইটিবিপি প্রতি গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তা, দফায় দফায় চলছে তল্লাশি রাজ্যের মোট ৫৫টি কেন্দ্রের ৪১৮টি কক্ষে হবে ভোটগণনা কলকাতা উত্তরের ভোটগণনা নেতাজি ইন্ডোরে, দক্ষিণে সাত গণনাকেন্দ্র গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ বাংলার প্রতিটি কেন্দ্রে গড়ে ১৭ রাউন্ড করে ভোটগণনা

শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

IMG
09 May 2024, 12:32 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: একদিনের সফরে নিজ বাড়ি ও নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১০ মে) সকাল ৭টায় গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

বৃহস্পতিবার (৯ মে) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এই সফরে প্রধানমন্ত্রী তার নির্বাচনী এলাকার কৃষকদের মাঝে কৃষি উপকরণ এবং দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করবেন।

এছাড়াও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।

এরপর বিকেলে ঢাকায় ফিরে আসবেন সরকারপ্রধান।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন