দিনাজপুর, বাংলাদেশ গ্লোবাল: দিনাজপুরের বিরল উপজেলার আমিজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফলাফল ঘোষণা নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে শটগানের গুলিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে নির্বাচনে ফলাফল ঘোষণার পর সিঙ্গুল হামিদ-হামিদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলাকালে তিনি শটগানের গুলিতে নিহত হন। নিহত হাজী মোহাম্মদ আলী (৭০) উপজেলার আজিমপুর ইউনিয়নের সিঙ্গুল ডাঙ্গাপাড়া গ্রামের মাহামুদ বক্সের ছেলে। তিনি বিজয়ী মেম্বার প্রার্থী জবাইদুর রহমানের চাচা।
দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ সাংবাদিকদের জানান, ওই কেন্দ্রে চেয়ারম্যান পদে নির্বাচনী ফলাফল ঘোষণার পর মেম্বার পদে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। ১ নং ওয়ার্ডের টিউবয়েল প্রতীক নিয়ে জবাইদুর রহমান ২০ ভোটের ব্যবধানে নির্বাচিত হন। পরাজিত প্রার্থী সাইদুর রহমানের সমর্থকরা ফলাফল মেনে না নিয়ে কেন্দ্রে প্রবেশ করে হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ আহত হয়।
তিনি বলেন, 'পুলিশ জানমাল রক্ষার্থে ৫০/৬০ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। পরে পরিস্থিতি শান্ত হলে তারা ঘটনাস্থল থেকে চলে আসেন। এরপর তারা জানতে পারেন হাজী মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে আমরা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ঘটনা জানার চেষ্টা করেছি। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানান।'
পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় পুলিশের কাছে কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com