ঢাকা      রবিবার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

দক্ষিণ কোরীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন সিইসি

IMG
06 March 2024, 12:44 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার ২২তম সাধারণ নির্বাচন। আর এই নির্বাচন পর্যবেক্ষণ করবেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ইসি সূত্রে জানা গেছে, এ উপলক্ষ্যে আগামী ৪ থেকে ১২ এপ্রিল দক্ষিণ কোরিয়া সফর করবেন প্রধান নির্বাচন কমিশনার।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দক্ষিণ কোরিয়া যাবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, প্রধান নির্বাচন কমিশনারের ব্যক্তিগত সচিব মো. রিয়াজ উদ্দিন। নির্বাচন পর্যবেক্ষণ শেষে তারা ১৩ এপ্রিল দেশে ফিরবেন।

তাদের এই সফরে বিমান ভাড়া, আবাসন, খাবার এবং স্থানীয় যাতায়াতের খরচ বহন করবে দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন