ঢাকা      সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

উপজেলা নির্বাচন: নাটোরে নির্বাচনী সামগ্রী বিতরণ (ভিডিও)

IMG
20 May 2024, 6:18 PM

নাটোর, বাংলাদেশ গ্লোবাল: নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় নির্বাচনে ভোট কেন্দ্রগুলোর নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে ভোট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের কাছে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার এসব সামগ্রী হস্তান্তর করেন।

দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান জানান, আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় ধাপে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। স্ব স্ব উপজেলার নির্বাচন অফিস থেকে ব্যালট পেপার ছাড়া সকল নির্বাচনী সামগ্রী যথাযথভাবে বিতরণ করা হচ্ছে। ব্যালট পেপার আগামীকাল ভোরে স্ব স্ব কেন্দ্রে পৌঁছে যাবে। উপজেলা দুইটির ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তার জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।

তিনি জানান, লালপুর উপজেলার মোট ভোটার ২৩৮৮৪৫জন এবং বাগাতিপাড়া উপজেলার মোট ১১৫৯৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। লালপুর উপজেলায় ৬ জন চেয়ারম্যান প্রার্থী, ৩ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান এবং বাগাতিপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন