ঢাকা      সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
শিরোনাম

যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের সামরিক যোগাযোগের বিরোধিতা চীনের

IMG
15 May 2024, 6:17 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে জানান, তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক যোগাযোগের ভুল আচরণ বন্ধ করার জন্য ওয়াশিংটনকে তাগিদ দেয় চীন। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের সামরিক যোগাযোগে সবসময় বিরোধিতা করে চীন। যুক্তরাষ্ট্রের উচিত এক চীন নীতি ও ‘চীন-মার্কিন তিনটি যৌথ ইশতাহার’ মেনে চলা এবং তাইওয়ানের সঙ্গে সামরিক যোগাযোগ ও যৌথ কর্মসূচির মতো ভুল কাজ বন্ধ করা।

চীনা মুখপাত্র জোর দিয়ে বলেন, "তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি কর্তৃপক্ষকে বলতে চাই, সামরিক পদ্ধতিতে তথাকথিত স্বাধীনতার অপচেষ্টা অবশ্যই ব্যর্থ হবে।"

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন