ঢাকা      শুক্রবার, ২৪ মে ২০২৪, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

তাসকিনের জন্য অপেক্ষা, মঙ্গলবার দল ঘোষণা

IMG
13 May 2024, 4:53 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপের জন্য এরই মধ্যে অধিকাংশ দল ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। তবে বাংলাদেশ এবারও ব্যতিক্রম। আইসিসির কাছে খেলোয়াড়দের তালিকা পাঠালেও এখনও স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি। মূলত ইনজুরি ও খেলোয়াড়দের ফর্ম নিয়ে দুশ্চিন্তা থাকায় দল ঘোষণায় দেরি করা হচ্ছে বলে জানিয়েছিল বিসিবি।

অবশেষে শেষ হচ্ছে অপেক্ষা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল মঙ্গলবার (১৪ মে) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। বিসিবি সূত্রে জানা গেছে, আগামীকাল দুপুরের দিকে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হবে।

এর আগে গতকাল রোববার (১১ মে) বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়েছিলেন যে, আজই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হতে পারে। কিন্তু তাসকিন আহমেদের ইনজুরির কারণে দল ঘোষণা একদিন পিছিয়ে দেয়া হয়েছে।

গতকাল পঞ্চম ও শেষ টি-টোয়েন্টির আগে পাঁজরে ব্যথা অনুভব করেন পেসার তাসকিন আহমেদ। যে কারণে গতকালের ম্যাচ খেলতে পারেননি তিনি। এরপর তাসকিনের স্ক্যান করা হয়। আজ সেই স্ক্যান রিপোর্ট হাতে পেয়েছে তারা। সেখান থেকে জানা গেল, তাসকিনের পেশিতে চিড় ধরা পড়েছে।

এদিকে তাসকিনের এমআরআই রিপোর্ট পেলেই বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় অর্থপেডিক বিশেষজ্ঞদের মতামত নেবে বিসিবি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

বিশ্বকাপের আগেই তাসকিনের সেরে ওঠার কোনো সম্ভাবনা থাকলে তাকে বিশ্বকাপের দলে রাখা হবে। কিন্তু চিকিৎসকরা যদি জানান যে, কোনো সম্ভাবনাই নেই, সে ক্ষেত্রে বিকল্প চিন্তা করা হবে। গতকাল গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সে ক্ষেত্রে তানজিম সাকিব ও সাইফউদ্দিন দুজনকেই বিশ্বকাপের স্কোয়াডে রাখা হতে পারে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন