ঢাকা      শনিবার, ০৮ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

ইন্দোনেশিয়ার মাউন্ট ইবুতে ফের অগ্ন্যুৎপাত

IMG
13 May 2024, 8:41 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ফের অগ্ন্যুৎপাতের ঘটনা। আজ সোমবার এই অগ্ন্যুৎপাতের ফলে ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটারেরও বেশি দূরে ছাই ছড়িয়ে পড়ে।

স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারি করেছে। তবে অগ্ন্যুৎপাতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ছবিতে উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা দ্বীপের আকাশে ছাইয়ের স্তম্ভ উড়তে দেখা গেছে।

সোমবার এক বিবৃতিতে ভূতত্ত্ব সংস্থার প্রধান মুহাম্মদ ওয়াফিদ বলেন, ক্রমশ পশ্চিমের দিকে ঝুঁকে পড়ছে গোটা ছাইয়ের স্তম্ভটি। আগ্নেয়গিরির ছাই থেকে রক্ষা পেতে স্থানীয় বাসিন্দাদের ফেসমাস্ক এবং চশমা পরার আহ্বান জানিয়েছেন তিনি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন