ঢাকা      সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ-সংঘর্ষ: ৪২ জন কারাগারে

IMG
20 May 2024, 7:56 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকার মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, বাস ভাঙচুর ও পুলিশকে আহত করার অভিযোগে পৃথক মামলায় ৪২ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার তিন মহানগর হাকিম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনারমোহাম্মদ আনিসুর রহমান বলেন, তদন্ত কর্মকর্তারা এদের কারাগারে পাঠানোর আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন। এদের মধ্যে ২৭ জনের জামিন শুনানি হবে ২৩ মে।

মিরপুর ১০ নম্বর ও কালশি এলাকায় রোববার ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে রিকশাচালকরা। এসময় পুলিশের সঙ্গেও সংঘর্ষ বাঁধে তাদের। এ ঘটনায় তিন থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

কারাগারে যাওয়া আসামিরা হলেন-অনিক, আবু বক্কর, আলী হোসেন, সাগর মৃধা, সাগর শেখ, বকুল হোসেন, নুরুল ইসলাম, মাজেদ আলী, মোতাহার হোসেন, দুলু মিয়া ওরফে বুলু, নবী হোসেন, শাহাবুদ্দিন, নুরুল আমন, জুনায়েদ, জাকির হোসেন, ফকরুল ইসলাম, কামাল মিয়া, আল আমিন মিয়া, সুপ্ত রায়, ওসমান গণি, শাকিল হোসেন, আব্দুল হামিদ, আজিজুল হক, আমির, শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম, রাসেল, রানা চৌধুরী, রাসেল, জাকির হোসেন, মেহেদী হাসান, আব্দুল মোতালেব, মোরসালিন মিয়া, শাহজাহান মিয়া, রাসেল, ওয়াজিব, আনোয়ার হোসেন, আতাউর রহমান, সুমন, নুর মোহাম্মদ ও শরীফ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন