ঢাকা      সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

কুমিল্লার ২ উপজেলায় ভোটগ্রহণ চলছে (ভিডিও)

IMG
21 May 2024, 1:38 PM

কুমিল্লা, বাংলাদেশ গ্লোবাল: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২ ধাপে কুমিল্লার সদর দক্ষিন ও বরুড়া উপজেলায় ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসকের পক্ষ থেকে কঠোর অবস্থান নেয়া হয়েছে।

জানা যায়, ২ উপজেলার ১৯১ টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৮৯৯ জন। দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদর দক্ষিন উপজেলায় ভোট কেন্দ্র ৫৫ টি, মোট ভোটার ১ লাখ ৩৩ হাজার ৮৬৮ জন। এবং বরুড়া উপজেলায় কেন্দ্র ১৩৬ টি, মোট ভোটার ৩ লাখ ৫৪ হাজার ৩১ জন।

নির্বাচনে ২ উপজেলায় ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৮ প্লাটুন বিজিবি ও ৪৮ টি মোবাইল টিম সার্বক্ষনিক দায়িত্ব পালণ করবেন।

এছাড়াও ভোটকেন্দ্রের নিরাপত্তা বিবেচনায় গুরুত্বপূর্ণ কেন্দ্রে ও সাধারণ কেন্দ্রে বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন