ঢাকা      মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম
  • লোকসভা নির্বাচনের ফলাফল LIVE: মোদির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রাহুল
  • লোকসভা নির্বাচন: কাঁথিতে এগিয়ে তৃণমূল, পিছিয়ে সৌমেন্দু অধিকারী আরামবাগে এগিয়ে তৃণমূল প্রার্থী মিতালি বাগ মালদহ দক্ষিণে পিছিয়ে গেলেন কংগ্রেসের ইশা, এগিয়ে বিজেপি ঘাটালে এগিয়ে হিরণ, পিছিয়ে দেব হুগলিতে পিছিয়ে গেলেন লকেট, এগিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় প্রথম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূলের শান্তিরাম মাহাতো বসিরহাটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম জঙ্গিপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান কৃষ্ণনগরে ১৭ হাজার ভোটে এগিয়ে মহুয়া মৈত্র বনগাঁয় এগিয়ে বিজেপির শান্তনু ঠাকুর পুরুলিয়ায় প্রথম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রথম রাউন্ড শেষে মেদিনীপুরে এগিয়ে বিজেপির অগ্নিমিত্রা পাল বর্ধমান পূর্বে এগিয়ে গেল তৃণমূল, পিছিয়ে বিজেপি হুগলিতে প্রথম রাউন্ডের পর এগিয়ে লকেট বহরমপুরে এগিয়ে গেল বিজেপি, পিছিয়ে অধীর দার্জিলিঙে এগিয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তা ঝাড়গ্রামে এগিয়ে গেল তৃণমূল, পিছিয়ে বিজেপি জয়নগরে এগিয়ে তৃণমূলের প্রতিমা মণ্ডল ডায়মন্ড হারবারে ৩২ হাজার ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় এগিয়ে সুজাতা মণ্ডল, পিছিয়ে গেল বিজেপি বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ পিছিয়ে, এগিয়ে তৃণমূল বীরভূমে এগিয়ে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ দার্জিলিঙে এগিয়ে তৃণমূল প্রার্থী গোপাল লামা কৃষ্ণনগরে পিছিয়ে মহুয়া, এগিয়ে আছেন বিজেপির অমৃতা রায় এক বার পিছিয়ে পড়েও ফের এগিয়ে গেলেন মোদী ঘাটালে এগিয়ে তৃণমূল প্রার্থী দেব, পিছিয়ে হিরণ আলিপুরদুয়ারে এগিয়ে তৃণমূলের প্রকাশ চিক বরাইক শ্রীরামপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরে এগিয়ে বিজেপির সৌমিত্র খাঁ, পিছিয়ে তৃণমূলের সুজাতা মণ্ডল বালুরঘাটে পিছিয়ে গেলেন সুকান্ত মজুমদার, এগিয়ে তৃণমূলের বিপ্লব মিত্র বাঁকুড়ায় এগিয়ে তৃণমূলের অরূপ চক্রবর্তী, পিছিয়ে বিজেপির সুভাষ সরকার ব্যারাকপুরে পিছিয়ে অর্জুন সিংহ, এগিয়ে তৃণমূলের পার্থ ভৌমিক পোস্টাল ব্যালটে বারাসতে এগিয়ে তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার কলকাতা দক্ষিণ কেন্দ্রে এগিয়ে তৃণমূলের মালা রায় জঙ্গিপুরে এগিয়ে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ মুর্শিদাবাদে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী আবু তাহের খান, পিছিয়ে সেলিম বহরমপুরে এগিয়ে গেলেন অধীর চৌধুরী অমেঠীতে এগিয়ে কংগ্রেস, পিছিয়ে স্মৃতি ইরানি মালদহ দক্ষিণে আবার এগিয়ে গেলেন কংগ্রেসের ইশা বসিরহাট কেন্দ্রে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র মথুরাপুরে তৃণমূল প্রার্থী বাপি হালদার এগিয়ে বীরভূমে পিছিয়ে শতাব্দী রায়, এগিয়ে বিজেপির দেবতনু বারাণসীতে পিছিয়ে পড়লেন নরেন্দ্র মোদী প্রথম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া রায়গঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী কার্তিক পাল বিষ্ণুপুরে এগিয়ে তৃণমূলের সুজাতা মণ্ডল বোলপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মাল মালদহ উত্তরে এগিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম দ্বিতীয় রাউন্ড গণনার শেষে মালদহ দক্ষিণে এগিয়ে বিজেপি উলুবেড়িয়ায় তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ এগিয়ে হাওড়ায় প্রথম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় তমলুকে পোস্টাল ব্যালটে এগিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাদবপুরে এখনও পর্যন্ত তৃতীয় স্থানে সিপিএমের সৃজন কোচবিহারে এগিয়ে তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এগিয়ে তৃণমূল মালদহ দক্ষিণে পিছিয়ে গেলেন কংগ্রেসের ইশা মালদহ উত্তরে এগিয়ে বিজেপির খগেন মুর্মু মুর্শিদাবাদে এখনও এগিয়ে মহম্মদ সেলিম মালদহ দক্ষিণে এগিয়ে কংগ্রেসের ইশা খান চৌধুরী কৃষ্ণনগরে আবার এগিয়ে গেলেন বিজেপির অমৃতা রায়, পিছিয়ে মহুয়া বহরমপুরে তৃতীয় স্থানে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান বহরমপুরে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী নির্মল, পিছিয়ে অধীর গণনার দিন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখার বাড়িতে হুমকির অভিযোগ রানাঘাটে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার পোস্টাল ব্যালটে কাঁথিতে এগিয়ে সৌমেন্দু অধিকারী বাঁকুড়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী কৃষ্ণনগরে আবার এগিয়ে গেলেন মহুয়া আসানসোলে এগিয়ে বিজেপি প্রার্থী অহলুওয়ালিয়া পুরী কেন্দ্রে এগিয়ে বিজেপির সম্বিত পাত্র ঘাটালে এগিয়ে গেলেন দেব মহারাষ্ট্রের বারামতী কেন্দ্রে এগিয়ে পওয়ার-কন্যা সুপ্রিয়া সুলে বোলপুর লোকসভায় পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূল উত্তরপ্রদেশের কনৌজ কেন্দ্রে এগিয়ে অখিলেশ যাদব বীরভূমে এগিয়ে গেলেন শতাব্দী রায় গুজরাতের গান্ধীনগর কেন্দ্রে এগিয়ে অমিত শাহ কৃষ্ণনগরে পিছিয়ে পড়লেন মহুয়া মৈত্র ডায়মন্ড হারবারে বিজেপি এজেন্টদের মারধর? ধর্নায় প্রার্থী অভিজিৎ মথুরাপুরে বিজেপি প্রার্থী অশোক পুরকায়স্থ এগিয়ে পুরুলিয়ায় এগিয়ে বিজেপির জ্যোতির্ময় মাহাতো ডায়মন্ড হারবারে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জঙ্গিপুরে এগিয়ে গেল কংগ্রেস বারাণসীতে এগিয়ে নরেন্দ্র মোদী রানাঘাটে এগিয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী রায়বরেলী ও ওয়েনাড়, দুই কেন্দ্রেই এগিয়ে রাহুল গান্ধী বীরভূমে পিছিয়ে শতাব্দী, এগিয়ে বিজেপির দেবতনু কসবা বিধানসভা কেন্দ্রে গণনা শুরু হতে বিলম্ব ঝাড়গ্রামে এগিয়ে তৃণমূলের কালীপদ সোরেন আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপির মনোজ টিগ্গা উত্তর কলকাতায় তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে মুর্শিদাবাদে এগিয়ে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম বালুরঘাট কেন্দ্রে এগিয়ে সুকান্ত মজুমদার জয়নগর লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূলের প্রতিমা মণ্ডল জঙ্গিপুর কেন্দ্রে এগিয়ে তৃণমূলের খলিলুর রহমান শুরুতে জয়নগরে এগিয়ে তৃণমূলের প্রতিমা মণ্ডল পোস্টাল ব্যালটে যাদবপুরে এগিয়ে সায়নী ঘোষ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এগিয়ে মহুয়া মৈত্র সকাল থেকে বৃষ্টি বালুরঘাটে, গণনাকেন্দ্রে সুকান্ত দেশের ৪২ কেন্দ্রে চলছে ভোটগণনা গণনার আগের রাতে বিস্ফোরণ, ভাঙড়ে আহত আইএসএফের পাঁচ জন বহরমপুরে গণনার শুরুতে এগিয়ে কংগ্রেস শুরু হল ভোটগণনা, প্রথমে গোনা হচ্ছে পোস্টাল ব্যালট এবং ইটিবিপি প্রতি গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তা, দফায় দফায় চলছে তল্লাশি রাজ্যের মোট ৫৫টি কেন্দ্রের ৪১৮টি কক্ষে হবে ভোটগণনা কলকাতা উত্তরের ভোটগণনা নেতাজি ইন্ডোরে, দক্ষিণে সাত গণনাকেন্দ্র গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ বাংলার প্রতিটি কেন্দ্রে গড়ে ১৭ রাউন্ড করে ভোটগণনা

দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

IMG
10 May 2024, 10:10 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে নয়াপল্টনে সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আজ (শুক্রবার) বিকেল ৩টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশে অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন।

দিদার বলেন, সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী সমাবেশ হবে।

এদিকে সমাবেশ সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কয়েক দফায় যৌথ সভাও করেছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ১৯টি শর্তে নয়াপল্টনে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অপারেশন্স) মো. আবু ইউসুফের স্বাক্ষর করা এক চিঠিতে বলা হয়, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯ শর্ত যথাযথভাবে পালন সাপেক্ষে ১০ মে বিকেল ৩টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেওয়া হলো।

ডিএমপির শর্তগুলো হলো—

(১) এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন নিতে হবে।

(২) স্থান ব্যবহারের অনুমতিপত্রে উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে।

(৩) অনুমোদিত স্থানের মধ্যেই সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে।

(৪) নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক (দৃশ্যমান আইডি কার্ডসহ) নিয়োগ করতে হবে

(৫) অনুমোদিত স্থানের বাইরে বা সড়কের পাশে মাইক/সাউন্ডবক্স ব্যবহার করা যাবে না।

(৬) অনুমোদিত স্থানের বাইরে বা সড়কের পাশে প্রজেক্টর স্থাপন করা যাবে না।

(৭ ) অনুমোদিত স্থানের বাইরে রাস্তায় বা ফুটপাতে কোথাও লোক সমবেত হওয়া যাবে না।

(৮) আযান, নামাজ ও অন্যান্য ধর্মীয় সংবেদনশীল সময় মাইক/শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না।

(৯) ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনতে পারে এমন কোন বিষয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন বক্তব্য প্রদান বা প্রচার করা যাবে না।

(১০) অনুমোদিত স্থানের আশপাশসহ রাস্তায় কোনো অবস্থাতেই সমবেত হওয়াসহ যান ও জন চলাচলে কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

(১১) সমাবেশস্থলে পতাকা, ব্যানার, ফেস্টুন বহনের আড়ালে কোন ধরণের লাঠি-সোটা, রড ব্যবহার করা যাবে না।

১২) আইন-শৃঙ্খলা পরিপন্থি ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কার্যকলাপ করা যাবে না।

১৩) রাষ্ট্র বিরোধী কোনো কার্যকলাপ ও বক্তব্য প্রদান করা যাবে না।

(১৪) উস্কানিমূলক কোনো বক্তব্য প্রদান বা প্রচারপত্র বিলি করা যাবে না।

( ১৫) জন দুর্ভোগ সৃষ্টি করে মিছিল সহকারে সমাবেশস্থলে আসা যাবে না।

১৬) পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করতে হবে, মূল সড়কে কোনো গাড়ি পার্কিং করা যাবে না।

(১৭) সমাবেশস্থলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে আয়োজনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

(১৮) উল্লিখিত শর্তাবলী যথাযথভাবে পালন না করলে তাৎক্ষণিকভাবে এই অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে।

(১৯) জনস্বার্থে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই অনুমতি আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন