টাঙ্গাইল, বাংলাদেশ গ্লোবাল : করোনা প্রতিরোধ ও মোকাবেলায় সর্বসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে টাঙ্গাইলের বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ করেছে টাঙ্গাইল র্যাব-১২।
আজ সোমবার দুপুরে পুরাতন বাসস্ট্যান্ড, নিরালা মোড়, বেবিস্ট্যান্ডসহ শহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রওশন আলী, সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যাব কমান্ডার জানান, শীতকালে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারণে শহরের বিভিন্ন এলাকায় আমরা মাস্ক বিতরণ ও জনসচেতনতা তৈরির জন্য কাজ করে যাচ্ছি। পরবর্তীতে যারা মাস্ক ছাড়া বাইরে বের ঘোরাফেরা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।