গোপালগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ।
আজ সোমবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখেন ও স্বাক্ষর করেন।
এ সময় প্রেস কাউন্সিলের সচিব শাহ আলম, সদস্য নুরে জান্নাত সীমা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুশফিকুর রহমান সবুজ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে বিকাল তিনটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত "বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা সংবিধানের আলোকে" শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ।