আইরিন আক্তার আগমনী, চবি, বাংলাদেশ গ্লোবাল : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসির স্মার্টফোন ঋণ (সফট লোন) দেবার ঘোষণা দেবার পরে যাচাই বাছাই শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩৩১৯ জন শিক্ষার্থীর একটি প্রাথমিক তালিকা তৈরী করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
করোনাকালীন সময়ে মার্চ থেকে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা হয়ে যাবার কিছুদিন পর বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন ক্লাস নেয়া শুরু করবার পরও অনলাইন ক্লাসের আওতায় আসতে পারেনি বিপুল সংখ্যক শিক্ষার্থী। স্মার্টফোন ডিভাইসের এ সংকট কাটিয়ে অসচ্ছল শিক্ষার্থীরা যেন অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পারেন সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বিশ্ববিদ্যালয়গুলোকে তালিকা প্রণয়ন করে প্রেরণ করতে বলে।
এরই প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের মাধ্যমে আবেদন করতে নির্দেশনা প্রদান করে। শিক্ষার্থীরা আবেদন করলে যাচাই বাছাই শেষে প্রায় বিশ্ববিদ্যালয় বন্ধের নয় মাস পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ডেপুটি রেজিস্ট্রার এস. এম. আকবর হোছাইন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য দেয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, "তালিকায় উল্লিখিত ছাত্র/ছাত্রীরা আগামী ২২ ডিসেম্বর ২০২০ তারিখ থেকে ০৩ জানুয়ারি ২০২১ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত তথ্য সংগ্রহ ফরম অনলাইনে পূরণ করতে পারবে।"
এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি চবি ওয়েবসাইট ও ফেসবুক পেইজে পাওয়া যাবে।