চবি, বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজ বাসার দরজা ভেঙে সালাউদ্দিনের (৩০) এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৭ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে কর্মচারীদের জন্য বরাদ্দ একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সালাউদ্দিন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারী।স্ত্রী বাসায় না থাকায় একাই ছিলেন প্রকৌশল দপ্তরের পিওন সালাউদ্দিন। যার ফলে তার মৃত্যুর ঘটানাটি তৎক্ষনাৎ জানা যায় নি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান জানান, দুই দিন যাবত কোনো সাড়াশব্দ না পেয়ে তার প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে দরজা ভেঙে তাকে চেয়ারে অস্বাভাবিক ভাবে বসে থাকতে দেখে।
পরে চিকিৎসক নাড়ি পরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন। অনুমান করা হচ্ছে ২৪ ঘন্টা বা তার আগেই তার মৃত্যু ঘটেছে এবং চিকিৎসক মনে করছেন স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।
প্রক্টর আরও বলেন, সন্দেহ করার মত কিছু পাননি তারা এবং তার মৃত্যুকে স্বাভাবিক ধারণা করা হচ্ছে। মৃত ব্যাক্তির পরিবারেরও একই ধারণা।