আদিত্য সরকার, বাংলাদেশ গ্লোবাল: ভারতের কাছ থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে আশাবাদী সরকার। আজ সোমবার (০৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ গ্লোবালকে টেলিফোনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এসময় তিনি আরও বলেন, করোনাভাইরাসের টিকা রফতানিতে নিষেধাজ্ঞার বিষয়টি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও জানে না।
ভারতের সাথে ভালো সম্পর্কের কারণে করোনাভাইরাসের টিকা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বিশেষ সুবিধা পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এর আগে, ভারতে করোনার ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউটকে ভ্যাকসিন রফতানির বিষয়ে অনুমোদন না দেয়ার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।
সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়াল্লা ভারতীয় গণমাধ্যমকে জানান, রোববার টিকার জরুরি অনুমোদন দেয়ার সময় তাদের শর্ত দেয়া হয়, আপাতত এই করোনার ডোজ রফতানি করা যাবে না।