ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শরীরে সফলভাবে পেসমেকার বসানো হয়েছে। আজ বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) বিকেলে ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার এই পেসমেকার স্থাপন করেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, ব্যারিস্টার মওদুদের শরীরে স্থায়ী পেসমেকার বসানো হয়েছে। পেসমেকার হলো এমন এক ধরনের ডিভাইস যেটি অনিয়ন্ত্রিত হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করে।
তিনি আরো বলেন, পেসমেকার বসানোর পর সন্ধ্যায় ব্যারিস্টার মওদুদের স্ত্রী হাসনা জসিম উদ্দিন মওদুদ তাঁর স্বামীর সাথে দেখা করেন। বর্তমানে সাবেক এই আইনমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো।