নীলফামারী, বাংলাদেশ গ্লোবাল : সৈয়দপুরে প্রতিবন্ধী ২৫০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা আবু হাসনাত সরকার প্রতিবন্ধীদের মাঝে এসব কম্বল বিতরণ করেন।
আজ শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়।
পিআইও আবু হাসনাত সরকার জানান, উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর এবং পৌরসভা এলাকার ২৫০ জন প্রতিবন্ধি ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়।