ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণে গত এক যুগে যেসব উন্নয়নের বিবরণ এসেছে, তাকে কথামালার ফুলঝুরি আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছে বিএনপি। শুক্রবার (০৮ জানুয়ারি) সকালো রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তাঁর ভাষণ অন্তঃসারশূন্য কথামালার ফুলঝুরি ছাড়া আর কিছুই নয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন, মানুষের জীবনমান বৃদ্ধি, অর্থনৈতিক অগ্রগতি, স্বাস্থ্য খাতের ইতিবাচক পরিবর্তন, আইনের শাসন ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থানসহ যেসব বক্তব্য দিয়েছেন তা দেশবাসী প্রত্যাখ্যান করেছে।
রুহুল কবির রিজভী বলেন, মাত্র কয়েক দিনে মোটা চালের কেজি ৭-৮ টাকা বেড়েছে, মসুরের ডাল কেজি প্রতি বেড়েছে ২০ টাকা। এই ডাল নিম্ন আয়ের মানুষ বেশি কেনেন। খোলা সয়াবিন ও পাম অয়েল কেজি প্রতি ১৫-২০ টাকা বেড়েছে।
করোনাভাইরাসের টিকা নিয়ে সরকার টালবাহানা করছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মামুন আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এসময় উপস্থিত ছিলেন।