নরিসংদী, বাংলাদেশ গ্লোবাল : নরসিংদীর শিবপুর উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবাধা খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বানিয়াদী যুব সমাজের উদ্যোগে আজ শনিবার বিকেলে বানিয়াদী দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বানিয়াদী লাল দল বনাম সবুজ দলের মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এক ঘন্টার খেলায় বানিয়াদী লাল দলকে ৪-৫ পয়েন্টে পরাজিত করে জয় লাভ করে বানিয়াদী সবুজ দল।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।