ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: মূল্য সংযোজন কর (ভ্যাট) আহরণে আরও স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) স্থাপন করেছে। ক্রেতা সাধারণকে ইএফডি মেশিন ব্যবহারে উৎসাহ প্রদানের জন্য ১ জানুয়ারি হতে ৩১ জানুয়ারি পর্যন্ত ইস্যুকৃত কুপনের ওপর আগামী ৫ ফেব্রুয়ারি লটারি অনুষ্ঠিত হবে।
রোববার (১০ জানুয়ারি) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দোকানে দোকানে প্রতিনিয়ত ইএফডি মেশিন বসানো হয়েছে। এই মেশিনের মাধ্যমে ভ্যাট প্রদানে উৎসাহ দিতে ইস্যুকৃত মুদ্রিত চালানোর ওপর প্রতি মাসে লটারির ড্র হবে।
প্রতি মাসের ১ তারিখ হতে শেষ দিন অর্থাৎ পুরো মাসে ইস্যুকৃত চালানের লটারি পরবর্তী মাসের ৫ তারিখে অনুষ্ঠিত হবে। লটারিতে অংশগ্রহণের জন্য ইস্যুকৃত চালানপত্র বা লাকী কুপন সংরক্ষণের অনুরোধ করেছে রাজস্ব প্রশাসন।