নীলফামারী, বাংলাদেশ গ্লোবাল: গাছবাড়ি-ময়দানপাড়া প্রিমিয়ার ক্রিকেট লীগ (জিএমপিএল) সিজন-৩ এ চ্যাম্পিয়ন হয়েছে জিএম ড্রাগনস। আর রানার্স আপ হয়েছে রয়েল সিস্টার্স।
সোমবার (১১ জানুয়ারি) রাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রপি তুলে দেয়া হয় শহরের উত্তর হাড়োয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।
এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ রশিদ মঞ্জু, সমাজ সেবক হবিবর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হাসান আলী, সমাজ সেবক আবুল কাশেম ও সাংবাদিক নুর আলম উপস্থিত ছিলেন।
বিএফএ জেলা সভাপতি আব্দুল ওয়াহেদ সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন জিএমপিএল এর সমন্বয়কারী জাহিদ হাসান।
পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়ন করেন স্থানীয় শিল্পিরা। জিএমপিএল এর সমন্বয়কারী জাহিদ হাসান বলেন, এতে পাঁচটি দল অংশগ্রহণ করে। গেল তিন বছর থেকে গাছবাড়ি ও ময়দানপাড়া মিলে এই ক্রিকেট লীগ অনুষ্ঠিত হচ্ছে।