পটুয়াখালী, বাংলাদেশ গ্লোবাল: কুয়াকাটায় একটি আবাসিক হোটেলে (২৩) বছরের এক কিশোরীর সাথে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ধর্ষকসহ হোটেল ম্যানেজারকে সোমবার (১১ জানুয়ারি) আটক করেছে মহিপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন- দশমিনার জালাল প্যাদার ছেলে রনি প্যাদা (২৪ ), একই থানার মাইনুল ইসলাম মইন (২০) ও কুয়াকাটার আলী হোসেনের ছেলে সহিদুল ইসলাম খান (৩২)
পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল ফোনে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠলে সোমবার কুয়াকাটার একটি আবাসিক হোটেল সিলভার ক্রাউন এর ২০৬ নম্বর কক্ষে নিয়ে এসে ধর্ষণ করে রনি প্যাদা ও মাইনুল ইসলাম মইন।
পরে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১১ জানুয়ারি) জানুয়ারি রাত সাড়ে ৮ টায় ৩০ মহিপুর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান তার সঙ্গীয় ফোর্স দ্বারা তাদের আটক করে। এসময় তাদের কাছে রুম ভাড়া দেওয়ার অপরাধে ওই হোটেলের ম্যানেজার সহিদুল ইসলামকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে মহিপুর থানার ওসি (তদন্ত )মিজানুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে ভিকটিম বাদি হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছে এবং আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়ও ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।