টাঙ্গাইল, বাংলাদেশ গ্লোবাল : 'মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, মওলানা ভাসানীর অসাম্প্রদায়িক বাংলাদেশ' ধারণ, লালন ও চর্চার সংগঠন ভাসানী পরিষদ, মাভাবিপ্রবি শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইএসআরএম বিভাগের সেমিনার হলে অনুষ্ঠিত সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে এই কমিটি গঠিত হয়।
নতুন কমিটির সভাপতি পদে মুহাম্মদ ইপিয়ার হোসেন, কার্যকরী সভাপতি পদে মোহাম্মদ কামরুজ্জামান খান কবির এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জিন্নাহ নির্বাচিত হন।
সভায় অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি ড. ইকবাল বাহার বিদ্যুৎ।