ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : রাজধানীর খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকালে খিলগাঁও থানার পূর্ব গোড়ান এলাকায় অভিযান করে তাদেরকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম।
গ্রেফতারকৃতরা হলো-মোছাঃ হাসনা আক্তার ওরফে পুতুল (৩২), মোছাঃ সাথী আক্তার (২৬) ও মোঃ ফরহাদ হোসেন (৪২)।
গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারি পুলিশ কমিশনার মধুসূদন দাস জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে।