মুন্সিগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: ঘন কুয়াশার কারণে রাত দুইটা থেকে বন্ধ রয়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল। ঘন কুয়াশার কারণে বাধ্য হয়ে মাঝনদীতে নোঙ্গর করে রাখা হয়েছে চারটি ফেরি। নদীর উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে কুয়াশা পড়ায় ফেরির মার্কিং বাতির আলো ঝাপসা হয়ে আসলে ফেরি চলাচল অসম্ভব হয়ে পরে, এতে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে। নৌরুটের মোট ১৭টি ফেরি মধ্যে ৪ ফেরি মাঝ পদ্মা ও বাকি গুলো দুই ঘাটে নোঙর করে রাখা হয়েছে। ঘাটে কয়েক শতাধিক যানবাহন আটকা পরেছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।