নড়াইল, বাংলাদেশ গ্লোবাল: ব্যতিক্রম এক আয়োজনের মধ্যে দিয়ে শিশুদের নিয়ে ভালোবাসা দিবস পালন করলো নড়াইলের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন। রোববার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবস উপলক্ষে প্রেসক্লাব চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয়ে পুরাতন বাস টার্মিনালে এসে শেষ হয়। এরপর বঙ্গবন্ধু মঞ্চে শিশুদের সাথে নিয়ে কেক কাটেন নড়াইল পৌরসভার নবনির্বাচিত মেয়র আনজুমান আরা।
পরে শিশুরা কবিতা আবৃত্তি প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার কাউন্সিলর কাজী জহিরুল হক, কাউন্সিলর আনিসুর রহমান, কাউন্সিলর মাসুদরানা বাবলু, সংরক্ষিত কাউন্সিলর ইপি রানী বিশ্বাস, সংগঠনের নেতা মীর্জা গালিব সতেজসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
ভালোবাসা দিবসই ছিলো স্বপ্নের খোজে ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী। করোনাকালিন সময় থেকে একদল বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীরা স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোজে ফাউন্ডেশন ব্যানারে অনেক অসহায় মানুষের পাশে দাড়িয়েছে।