গোপালগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল : গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে সহকারি কমিশনার (ভূমি) হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো সপ্তম শ্রেণীর ছাত্রী আফিয়া।
আজ সোমবার দুপুরে কাশিয়ানী উপজেলা খায়েরহাট গ্রামের মো. তবিবুর রহমান সেখের মেয়ে কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মোছা. আফিয়া খাতুনের সাথে পার্শ্ববর্তী পোনা গ্রামের মো. আয়ূব আলীর ছেলে মো. নাসির উদ্দিনের বিয়ের আয়োজন করা হয়।
কিন্তু এ বিয়েতে বাঁধ সাজেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আতিকুল ইসলাম। ঠিক বরসহ বরযাত্রী যখন কনের বাড়ীতে হাজির ঠিক তখনই এসিল্যান্ড খবর পেয়ে কনের পিতার বাড়িতে উপস্থিত। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কন্যার বয়স কম হওয়ায় কনের পিতা মো. তবিবুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং বিয়ে ভেঙ্গে দেন।