ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা আর নেই। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জনতা ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান ছাড়াও তথ্য প্রযুক্তি খাতের সুপরিচিত প্রতিষ্ঠান 'দোহাটেক নিউ মিডিয়া'র চেয়ারম্যান ছিলেন তিনি। ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৬৩ বছর বয়সী খ্যাতনামা এই নারী উদ্যোক্তা। পাশাপাশি তিনি বাংলাদেশ ওমেন ইন টেকনোলজির প্রযুক্তিতে বাংলাদেশি নারীর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্টও ছিলেন। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিশেষ অবদানের জন্য ২০১৭ সালে তিনি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড লাভ করেন, শোকবার্তায় জানিয়েছে বেক্সিমকো।