ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাজধানীর মানিকনগর কুমিল্লা পট্টি বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, রোববার বিকেল ৩ টা ২০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন ৪টা ৪৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে। আগুনের উৎপত্তি ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।