নীলফামারী, বাংলাদেশ গ্লোবাল : সৈয়দপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি পৃথক পৃথক মামলা করেছে।
আজ সোমবার সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর ও স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাসা ভাংচুরের অভিযোগ আনা হয়। মামলায় জাপার নয় নেতার নাম উল্লেখসহ অন্তত ২৫ জনকে আসামী করা হয়েছে।
অপরদিকে, জাতীয় পার্টির ছাত্র বিষয়ক সম্পাদক ফয়সাল দিদার স্থানীয় আওয়ামী লীগ নেতা হিটলার চৌধুরী ভুলুর নাম উল্লেখ করে আরো অন্তত ৫০ জনকে আসামী করে মামলা করেছে।
এতে অভিযোগ করা হয়েছে হিটলার চৌধুরীর নেতৃত্বে জাপা নেতা কর্মীদের উপর হামলা চালিয়ে বেশ কিছু মোটরসাইকেল ভাংচুর করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, দুই মামলায় গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।