নীলফামারী, বাংলাদেশ গ্লোবাল: জলঢাকা পৌরসভায় নব-নির্বাচিত পরিষদ দায়িত্ব গ্রহণ করবে বৃহস্পতিবার। এরআগের দিন বুধবার শপথ নিবেন মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলরগণ।
বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা পৌরসভার সচিব আশরাফুজ্জামান।
তিনি জানান, বুধবার সকালে রংপুরের কমিউনিটি সেন্টারে বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা মহোদয় শপথ বাক্য পাঠ করাবেন নব নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের। পরদিন বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের জন্য আনুষ্ঠানিক চিঠি দিয়েছি নব নির্বাচিত পরিষদকে।
নব নির্বাচিত মেয়র ইলিয়াস হোসেন বাবলু জানান, জলঢাকা পৌরসভার মানুষ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন সেটির মর্যাদা আমি যথাযথ ভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞ। জলঢাকার উন্নয়ন যাতে তরান্বিত হয় সেজন্য আমি কাজ করে যাবো। যা বৃহস্পতিবার থেকে আমি শুরু করবো।
প্রসঙ্গত ৩০ জানুয়ারী জলঢাকা পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নারিকেল গাছ প্রতিকে ১৪ হাজার ৭৯৮ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস হোসেন বাবলু।