কুড়িগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: নোয়াখালির কোম্পানিগঞ্জের দৈনিক সমাচার ও বার্তা বাজার ডট কমের সাংবাদিক মোজাক্কির হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সংবাদ কর্মীরা অংশ নেয়।
সাংবাদিক হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টন্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট আহবায়ক চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমিক, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সোহেল রানা, দৈনিক কুড়িগ্রাম সম্পাদক এস এম ছানালাল বকসী, ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারন সম্পাদক দুলাল বোস, সাম্প্রতিক কুড়িগ্রাম সভাপতি শাহানুর রহমান, রবিন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সাধারন সম্পাদক সাতকড়ি রায় নীলু, মহিলা পরিষদ নেত্রী সুব্রতা রায়, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারন সম্পাদক ইউসুফ আলমগীর, সাংবাদিক আরিফুল ইসলাম রিগান, আলমগীর হোসাইন, বার্তা বাজার কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্ত প্রমুখ।
নোয়াখালির কোম্পানিগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের গুলিতে মারত্বকভাবে আহত হন তিনি। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।