ঠাকুরগাঁও, বাংলাদেশ গ্লোবাল: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে নেমেছে ঠাকুরগাঁওয়ের জেলা ও উপজেলা প্রশাসন। মঙ্গলবার (০৬ এপ্রিল) সকালে শহরের সত্যপীর ব্রিজসহ বেশ কয়েকটি এলাকায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এপর্যন্ত ৪০ জন আইন অমান্যকারীদের বিরুদ্ধে অর্থদন্ড করেছে। এদের মধ্যে রয়েছে মাস্ক বিহিন চলাচল, জরুরী প্রয়োজন ছাড়া অবাধে চলাফেরা এবং দোকান খেলার অপরাধে এই জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী আব্দুল্লাহ আল মামুন জানান
চলামান এই অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ গ্লোবাল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের Facebook পেজ