ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকালে নয়াদিল্লির এইমসে গিয়ে টিকা নেন তিনি। করোনাভাইরাস টিকার (কোভ্যাক্সিন) দ্বিতীয় ডোজ নেয়ার পর এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি বলেন, 'আজ এইমসে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিলাম। ভাইরাস হারানোর যে হাতেগোনা কয়েকটি উপায় আছে, তার অন্যতম হল টিকাকরণ। আপনি যদি টিকা পাওয়ার যোগ্য হন, তাহলে ডোজ নিন। কো-উইনে রেজিস্ট্রার করে নিন।'
গত পহেলা মার্চ এইমসে কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। অর্থাৎ প্রথম ডোজ নেয়ার ৩৯ দিনের মাথায় দ্বিতীয় ডোজ নিলেন নরেন্দ্র মোদি।
বাংলাদেশ গ্লোবাল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের Facebook পেজ