ঢাকা      বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
শিরোনাম

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

IMG
20 January 2023, 9:52 AM

পঞ্চগড়, বাংলাদেশ গ্লোবাল: পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বদিউজ্জামান খাঁন বদি (৪৫) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলার জগদল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তেঁতুলিয়ার ভজনপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।

নিহত বদিউজ্জামান তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কলোনীপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মেরাজুল ইসলামের ছেলে। তিনি মন্ডলপাড়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয় ও পুলিশ জানায়, বদিউজ্জামান খাঁন নামে ওই স্কুল শিক্ষক রাতে মোটরসাইকেলযোগে পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার দিকে আসছিলেন। জগদলের মাদরাসা এলাকায় পৌঁছালে সামনে কোনো এক যান দেখতে পেয়ে হাইড্রলিক ব্রেক চাপলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এসময় তিনি গুরুতর আহত হলে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসা জন্য সেখান থেকে রংপুরে পাঠানো হয়। পরে রংপুরে নেওয়ার পথে তিনি মারা যান।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন