কুমিল্লা, বাংলাদেশ গ্লোবাল: কুমিল্লায় বাসচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের বরুড়া উপজেলার মৌলভীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ওসি বলেন, বাসটি যাত্রী নিয়ে কুমিল্লা থেকে বরুড়া যাচ্ছিল। পথে বরুড়া উপজেলার মৌলভীবাজার এলাকায় বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে ওই বাসটি চাপা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান এবং আহত হন একজন। আহত আরোহীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
বাংলাদেশ গ্লোবাল/এমএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com