সাভার, বাংলাদেশ গ্লোবাল: যারা খাদ্যে ভেজাল দেয়, তারা দেশ ও জনগণের শত্রু বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ঢাকার সাভারের থানা রোড এলাকায় ‘বাগান বাড়ি’ নামের একটি রেস্টুরেন্ট উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসময় আরো বলেন, খাদ্যে কোনভাবেই ভেজাল দেওয়া উচিত নয়। ভেজাল খাদ্য খেলে মানবদেহে বিভিন্ন রোগ হয় বলেও জানান তিনি। সাভারের পৌর মেয়র আব্দুল গণি, বাগান বাড়ি রেস্টুরেন্টের চেয়ারম্যান ওয়াকিলুর রহমান এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com