স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছেন তৌহিদ হৃদয়। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভালো খেলার পর এবার নির্বাচকদের আস্থার প্রতিদান দিচ্ছেন আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতেও।
ক্যারিয়ারের অভিষেক ওয়ানডেতে অসাধারণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন হৃদয়। সব মিলিয়ে ফরহাদ রেজা ও নাসির হোসেনের পর বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ফিফটি করেছেন তিনি।
শুধু ফিফটি করেই স্বদেশীদের পাশে বসেননি হৃদয় রেজা ও নাসিরকে ছাড়িয়ে গেছেন তিনি। অভিষেকে বাংলাদেশের সর্বোচ্চ ৬৩ রান করা নাসিরের ইনিংসকে ছাড়িয়ে গেছেন উদীয়মান এই ব্যাটার। এতে করে নাসিরের এক যুগের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
অভিষেকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন। হাতছানি দিচ্ছিল বিশ্বরেকর্ড। অভিষেকে পাঁচে নেমে কোনো ব্যাটসম্যানের ছিল না। অভিষেকে সর্বোচ্চ ছিল স্বপ্নিল প্রকাশ পাটিলের ৯৯ রান। মাত্র ৮ রানের জন্য হলো না। গ্রাহাম হুমের স্লোলার ইয়র্কারে বোল্ড হয়ে ফেরেন ৯২ রানে। এর আগে বাংলাদেশের হয়ে অভিষেকে সর্বোচ্চ ৬৩ রান ছিল নাসির হোসেনের। ১২ বছর পর এই রেকর্ড ভাঙেন হৃদয়। ৮টি চার ও দুটি ছয়ে পাঁচে নেমে এই রান করেন হৃদয়।
২০১১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে নাসির অভিষেক ম্যাচে করেছিলেন ৬৩ রান। আর নাসিরেরও আগে ২০০৬ সালে হারারেতে অভিষেক ওয়ানডেতে প্রথম ফিফটি করেছিলেন রেজা। জিম্বাবুয়ের বিপক্ষে ঠিক ৫০ রান করে আউট হয়েছিলেন রেজা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়ারলান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। ১৬.৩ ওভারে ৮১ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। চার ও পাঁচ নম্বরে নেমে সাকিব-হৃদয় ১২৫ বলে ১৩৫ রানের জুটি গড়ে দলকে বড় স্কোরের ভিত গড়ে দেন। ৮৯ বলে ৯৩ রান করে আউট হয়েছেন সাকিব।
এ ম্যাচে ওয়ানডেতে নিজের ৭০০০ রানও পূর্ণ করেছেনন সাকিব। । ৫০ ওভারের ফরম্যাটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন এ অলরাউন্ডার। এ পর্যন্ত তাঁর চেয়ে বেশি—২৩৩ ইনিংসে ৮১৪৬ রান তামিম ইকবালের।
বাংলাদেশ গ্লোবাল/এইচএম
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com