ঢাকা      শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
শিরোনাম

ইভিএম সংস্কারে ১২শ’ কোটি টাকা চায় ইসি

IMG
20 March 2023, 7:21 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: নির্বাচন কমিশনের হাতে থাকা ইভিএম মেরামতের জন্য ১ হাজার ২৬০ কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেবে ইসি। আগামীকাল মঙ্গলবার (২১ মার্চ) এই চিঠি দেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান।

সোমবার (২০ মার্চ) নির্বাচন কমিশন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ১ লাখ ১০ হাজার ইভিএম মেরামতের পর ৭০ থেকে ৮০ আসনের ভোট ইভিএমে করা যাবে বলেও জানান আনিসুর।

আগামী সংসদ নির্বাচনে দেড়শ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট করতে প্রায় পৌনে ৯ হাজার কোটি টাকা চেয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাড়া পায়নি নির্বাচন কমিশন। এরপর কমিশনের কাছে থাকা ইভিএম দিয়েই নির্বাচন করার সিদ্ধান্ত হয়। সেজন্য ১ লাখ ১০ হাজার ইভিএম মেরামতের প্রয়োজন দেখা দেয়।

কমিশনার আনিছুর রহমান জানান, ইভিএম মেরামতের জন্য ১২শ ৬০ কোটি টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ের মঙ্গলবার চিঠি পাঠাচ্ছেন তারা। নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পরও, তা বাতিলের ক্ষমতাসহ আরপিওর বেশ কিছু সংস্কার চেয়ে আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় ইসি। সেই সংশোধনী পাস হচ্ছে কিনা তা নিশ্চিত না হলেও আগামী সংসদ অধিবেশনে আরপিও সংশোধনী পাস হওয়ার আশা করছে কমিশন।

নির্বাচন কমিশনার আনিসুর বলেন, কমিশন থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো নির্বাচনী আইন সংস্কার প্রস্তাব পাঠানো হয়েছিল, সেটা আইন মন্ত্রণালয় চূড়ান্ত করে কেবিনেটে পাঠিয়েছে। আশা করি সংসদের আগামী অধিবেশনে এটি পাস হবে। আগামী সংসদ নির্বাচনের সীমানা পরিবর্তনের ওপর ১৮০টি আবেদন জমা পড়েছে।

আবেদনের ওপর শুনানি শেষে দ্বাদশ সংসদ নির্বাচনের সীমানা চূড়ান্ত হবে বলে জানান নির্বাচন কমিশনার আনিছুর।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন