ঢাকা      বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০
শিরোনাম

বিএনপি থেকে শওকত মাহমুদকে বহিষ্কার

IMG
21 March 2023, 4:02 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। আজ মঙ্গলবার (২১ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শওকত মাহমুদকে বহিষ্কার করা হয়েছে।

দল থেকে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে আমি বিস্তারিত কিছুই জানি না। আমি কোনো চিঠি পাইনি। তবে, চিঠি দেখেছি, এটা খুবই দুঃখজনক।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন আমি কিছুই বলবো না।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন