ঢাকা      বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
শিরোনাম

বিএনপি ভোটে অংশ নেবে কি না, সেটা তাদের বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

IMG
21 March 2023, 7:48 PM

নীলফামারী, বাংলাদেশ গ্লোবাল: দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না সেটা তাদের ব্যাপার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, ক্ষমতার বদল করতে চাইলে জনগণের রায় নিতে হবে। সামনে নির্বাচন কমিশন নির্বাচনের সিডিউল ঘোষণা করবেন। সেই নির্বাচনে বিএনপি আসবে কি না, সেটা তাদের বিষয়। তবে রাজনৈতিক দল হিসেবে তাদের নির্বাচনে আসা উচিত।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি কী ধমক দিল, তা এ দেশের মানুষ তোয়াক্কা করে না। বিএনপি ভয়ভীতি দেখিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশের মানুষ বসে থাকবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন পররাষ্ট্র দফতর গুমের বিষয়ে যে তথ্য দিয়েছে তা আমাদের জানা নেই। মানুষ সচেতন হয়েছে বলে গুম কমে গেছে।
উদ্বোধন শেষে নীলফামারী পুলিশ লাইনস মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত নারী সংসদ সদস্য রাবেয়া আলীম, রংপুর বিভাগের ডিআইজি (চলতি দায়িত্ব) মিজানুর রহমান, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

নীলফামারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন