ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পদত্যাগ করলেন ভেনিজুয়েলার তেল মন্ত্রী তারেক এল আইসামি। সোমবার (২০ মার্চ) দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ-এর কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করার পর তিনি এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রোববার (১৯ মার্চ) এল আইসামির সঙ্গে ঘনিষ্ঠ দুই ব্যক্তি শীর্ষ পিডিভিএসএ কর্মকর্তা আন্তোনিও পেরেজ সুয়ারেজ ও জোসেলিত রামিরেজকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তেল শিল্পের তহবিল পরিচালনা করতেন।
এল আইসামি টুইটারে লিখেছেন, ‘পিডিভিএসএ -তে দুর্নীতির বিষয়ে যে তদন্ত শুরু হয়েছে তার পরিপ্রেক্ষিতে, আমি প্রক্রিয়াটিকে সম্পূর্ণ সমর্থন, সহচর এবং সমর্থন করার লক্ষ্যে তেল মন্ত্রী হিসেবে আমার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’ এল আইসামি ২০২০ সালের এপ্রিল থেকে তেলমন্ত্রী ছিলেন। তিনি সরকারের দুর্নীতি বিরোধি অভিযানকে সমর্থন করেন।
জাতীয় পুলিশ বাহিনী বলেছে, কর্তৃপক্ষ দুর্নীতি ও আত্মসাতের সাথে জড়িত থাকতে পারে এমন উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।’ একজন বিশিষ্ট আইনজীবী, সন্ত্রাসবিরোধী বিচারক এবং একজন মেয়রের পাশাপাশি আটক ব্যক্তিদের মধ্যে বিধায়ক হুগবেল রোয়া রয়েছেন।
রাষ্ট্রীয় তেল কোম্পানিতে দুর্নীতির ক্ষেত্রে এটি প্রথম তদন্ত নয়। সাবেক তেল মন্ত্রী ইউলোজিও ডেল পিনো ও নেলসন মার্টিনেজ পুলিশ হেফাজতে মারা যান। দুর্নীতি তদন্তের অংশ হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, তিনি তদন্তের সুবিধার্থে পদত্যাগ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন যার ফলে সত্য প্রতিষ্ঠা ও দোষীদের শাস্তি হওয়া উচিত।
মার্কিন নিষেধাজ্ঞার অধীনে থাকা এল আইসামি ভেনিজুয়েলার ক্ষমতাসীন সোশ্যালিস্ট পাটির অন্যতম প্রভাবশালী নেতা। তিনি এর আগে ভাইস প্রেসিডেন্ট, স্বরাষ্ট্র ও শিল্প মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্রের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমটি বলেছে, ক্রেমলিন কর্মকর্তাদের তাদের আইফোনগুলোকে অ্যানড্রয়েড অথবা চীনা বা রাশিয়ার তৈরি অ্যানালগ ফোন দিয়ে প্রতিস্থাপন করার আহ্বান জানিয়েছে। প্রশাসন কর্মকর্তাদের ফেলে দেওয়া আইফোনগুলোকে ‘নতুন এবং সুরক্ষিত’ ডিভাইসের সঙ্গে প্রতিস্থাপন করার সম্ভাবনাও প্রকাশ করেছে বলে জানা গেছে।
বাংলাদেশ গ্লোবাল/এমএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com