ঢাকা      শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
শিরোনাম

ময়মনসিংহে অগ্নিকাণ্ড দেখতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

IMG
23 March 2023, 10:32 AM

ময়মনসিংহ, বাংলাদেশ গ্লোবাল: ময়মনসিংহের গৌরীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড দেখতে গিয়ে নিহত হয়েছেন দুই যুবক। চলন্ত একটি ট্রাকের ধাক্কায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে চালকসহ দুজন মারা যান। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সিধলা ইউনিয়নের চরপাড়া মাদরাসা এলাকায় ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: সিধলা ইউনিয়নের বেলতলী দক্ষিণপাড়া এলাকার রশিদের ছেলে অটোরিকশাচালক হুমায়ুন কবির (২০) ও বেলতলী মধ্যপাড়া গ্রামের আ. সাত্তারের ছেলে রুবেল মিয়া (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে শ্যামগঞ্জ মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে অটোরিকশাচালক হুমায়ুন তার গাড়িতে করে রুবেল, সাইদুল, কালাচাঁন ও শামছুকে নিয়ে আগুন দেখতে শ্যামগঞ্জের উদ্দেশে রওনা হন।

পথে চরপাড়া মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হুমায়ুন মারা যান। গুরুতর আহত রুবেল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন