ভোলা, বাংলাদেশ গ্লোবাল: ভোলা-৩ আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, কোন ষড়যন্ত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম থামানো যাবে না। বিএনপি দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ডের মধ্য দিয়ে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানানোর শেষ প্রান্তে দাঁড় করিয়েছিল। তারা গণতন্ত্র হত্যা করে আবার গণতন্ত্রের গল্প শোনায়। তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।
শনিবার বিকেলে ভোলার লালমোহন পৌরসভার ১ নং ওয়ার্ডে পৌর যুব মহিলা লীগ আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক বরিশাল সমাচার পত্রিকার প্রকাশক ও এমপি শাওনের সহধর্মিনী ফারজানা চৌধুরী রত্না বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর জন্য আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আগামী দিনে স্মার্ট বাংলাদেশ হবে।
যুব মহিলা লীগ নেত্রী পারভিন আক্তারের সভাপতিত্বে ও ইয়াসমিন বেগমের সঞ্চালনায় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল,১ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের এ সময় উপস্থিত ছিলেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com