এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভোজপুরী অভিনেত্রী হিসেবই সর্বসমক্ষে বেড়েছিল তার জনপ্রিয়তা। গত রোববার সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবে। মাত্র ২৬ বছর বয়সে শেষ হয়ে গেল তার জীবনের পথচলা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অভিনেত্রীর অনুরাগী সহ তার পরিবার জুড়ে।
বেনারসের সারনাথ হোটেল থেকে উদ্ধার হয় আকাঙ্ক্ষার মৃতদেহ। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না—তা খতিয়ে দেখছে সারনাথ থানার পুলিশ। এমনকি প্রেমিক তথা ভোজপুরী গায়ক সমর সিংয়ের সঙ্গে ব্রেকআপের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন কি না—তাও খতিয়ে দেখছে পুলিশ।
মৃত্যুর কয়েকঘণ্টা পরেই মুক্তি পেয়েছে আকাঙ্ক্ষার মিউজিক ভিডিও। এই ভিডিওতে পবন সিংয়ের সঙ্গে দেখা গেছে অভিনেত্রীকে। আর তাতেই মাথাচাড়া দিয়ে উঠছে সন্দেহ। এমনকি অভিনেত্রীর প্রেমিক সমর সিংকে নিয়েও বাড়ছে সন্দেহ।
অভিনেত্রীর মৃত্যুর মাত্র কয়েকঘণ্টা আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন ভোজপুরী গায়ক সমর সিং। জানিয়েছিলেন জন্মদিনের শুভেচ্ছা। তবে কাউকে ট্যাগ করেননি তিনি। আর এতেই উঠছে প্রশ্ন। অভিনেত্রীর জন্মদিন তো ছিল না, তাহলে কাকে উদ্দেশ্য করে এই পোস্ট করলেন তিনি? উত্তর হাতড়ে বেড়াচ্ছে পুলিশ।
মাত্র ১৭ বছর বয়সেই রুপালি দুনিয়ার সঙ্গে যুক্ত হয়েছিলেন আকাঙ্ক্ষা। তবে ২০১৮ সালটা মোটেই ভালো ছিল না অভিনেত্রীর। নেটিজেনদের কটাক্ষের কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। বেশ কিছুদিনের জন্য কাজকর্ম থেকেও দূরে সরে ছিলেন।
সামাজিক মাধ্যমে কান পাতলেই শোনা যাচ্ছিল, তার প্রেমের গুঞ্জন। ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি সমর সিংয়ের সঙ্গে সম্পর্কে সিলমোহর দেন অভিনেত্রী। একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, হ্যাপি ভ্যালেনটাইনস ডে। তবে সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি সংগীতশিল্পী সমর সিং।
বাংলাদেশ গ্লোবাল/এমএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com