ঢাকা      শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

সকালেই প্রশান্তির বৃষ্টিতে ভিজল রাজধানী

IMG
17 May 2023, 10:34 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দীর্ঘসময় ধরে ঢাকায় বৃষ্টি নেই। এতে দেশের কিছু জায়গার মতো ঢাকায়ও বইছিল তীব্র তাপপ্রবাহ। একটু বৃষ্টির জন্য মুখিয়ে ছিলেন নগরবাসী। মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় হালকা বৃষ্টির পর আজ (বুধবার, ১৭ মে) সকালেও শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বৃষ্টিতে রাজধানী শহর ভেজার পাশাপাশি নগরবাসীর মনেও যে স্বস্তি ফিরে এসেছে তা বলার অপেক্ষা রাখে না।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপরই ঝোড়ো বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টি,

হঠাৎ এই বৃষ্টিতে স্বস্তির পাশাপাশি খেটে খাওয়া মানুষ ও পথচারীরা কিছুটা বিড়ম্বনায় পড়েছেন। বিশেষ করে অফিসগামী মানুষ, যাদের অধিকাংশই ছাতা বা রেইনকোট নিয়ে রাস্তায় বের হননি, তারাই অনেকটা ভিজেই রওনা দিয়েছেন কর্মস্থলের দিকে। তবুও তাদের স্বস্তি যে গরম কিছুটা কমেছে।

সকালে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসও দিয়েছিল ঢাকাসহ ছয় অঞ্চলে বৃষ্টি নিয়ে। এতে বলা হয়েছিল, ঢাকাসহ ছয় অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ময়মনসিংহ এবং নোয়াখালি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়া বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকালের ঝড় ও বৃষ্টির পরিমাণের তথ্য এখন পর্যন্ত তাদের হাতে আসেনি বলে জানান তিনি।

এদিকে আবহাওয়া অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে তিন মিলিমিটার বৃষ্টির হয়েছে। আজও বৃষ্টির পূর্বাভাস দিয়ে সংস্থাটি জানিয়েছে, খুব বেশি বৃষ্টি হবে না। তবে ঝোড়ো হাওয়া থাকবে।

গতকাল সন্ধ্যায় দেয়া ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আর ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রংপুর বিভাগসহ রাজশাহী, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন