ঢাকা      বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
শিরোনাম

প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু কন্যা: নুরুন্নবী চৌধুরী শাওন

IMG
18 May 2023, 3:45 PM

ভোলা, বাংলাদেশ গ্লোবাল: ভোলা-৩ আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা ভিত্তিক মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ করে দিয়েছেন। যা বিগত কোন সরকার করেনি। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় চরাঞ্চলের অসহায় মানুষ চিকিৎসার অভাবে মারা যেতো।

আজ বৃহস্পতিবার (১৮ মে) সকালে ভোলার লালমোহন উপজেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রান্তিক অসহায় মানুষের স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষ্যে মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। এমপি শাওন আরও বলেন, অপরিসীম মমত্ববোধ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের স্বাস্থ্য খাত এখন অনেক অগ্রসর। গ্রামীণ জনপদে এই সেবা বিস্তৃত হয়েছে। এর ফলে মানুষের সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে।

লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. অমিত কর্মকার এসময় উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লালমোহন উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১৭ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করেন নুরুন্নবী চৌধুরী শাওন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন